মোংলায় ৪২ কেজি হরিণের মাংস জব্দ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মোংলায় ৪২ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাটের মোংলায় ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে মোংলা উপজেলার ডাংমারি এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা। 

জব্দকৃত মাংস পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুন্দরবন পূর্ব বনবিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরো বলেন, ওই মাংসের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

এসএ/