ইনশাল্লাহ সংগ্রাম সফলতার দিকে ধাবিত হচ্ছে: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৭ এএম, ৯ই ফেব্রুয়ারি ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলন সফলতার দিকে ধাবিত হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সংগ্রাম চলছে। ইনশাল্লাহ এই সংগ্রাম সফলতার দিকে ধাবিত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি দিবস উপলক্ষে বুধবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি করেন তিনি।
খালেদা জিয়ার দুর্নীতির মামলা প্রসঙ্গে ফখরুল বলেন, শুধু সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার ওপর নির্মম-নিষ্ঠুর জুলুম নেমে এসেছে। অপরাধ না করেও ফ্যাসিবাদী সরকার বেগম জিয়াকে হেয়প্রতিপন্ন ও জনমতকে বিভ্রান্ত করতে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে অন্যায়ভাবে আটক রেখেছে। বন্দি থাকাবস্থায় সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা আরও তীব্র হয় এবং তার জীবন হুমকির মুখে পড়ে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনকেও দমন করতে সরকার নিষ্ঠুর নির্যাতন চালায়।
তিনি আরও বলেন, আইনি লড়াই করতে বিদেশ থেকে আইনজীবী আসতে চাইলেও সরকারের আপত্তির কারণে তাকে আসতে দেওয়া হয়নি। পরবর্তীতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শর্তসাপেক্ষে সরকার তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে তাকে প্রকারান্তরে গৃহবন্দি করে রাখা হয়েছে।