শ্রম অধিদপ্তরে নতুন ডিজি, জীবন বীমায় এমডি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শ্রম
অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) এবং জীবন বীমা করপোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার
(৯ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শ্রম
অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক
খালেদ মামুন চৌধুরী। গত ৬ জানুয়ারি শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমারকে জাতীয়
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সমাজকল্যাণ
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক
নিয়োগ পেয়েছেন।
এছাড়া
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হয়েছেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের
রেজিস্টার (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তার।
অপর
আদেশে স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য
(অতিরিক্ত সচিব) মো. গোলাম ফারুককে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা
হয়েছে।
ওআ/