তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৯ মার্চ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১২ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৩
দুদকের দায়ের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ দিন ধার্য করেন।
গেজেটের উদ্ধৃতি দিয়ে বিচারক বলেন, এর আগেও তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারা বিদেশে চলে যাওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশকে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হলেও পুলিশ তা করতে ব্যর্থ হয়। উপস্থিতির সুযোগ না থাকায় তাদের অনুপস্থিতিতেই তাদের বিরুদ্ধে বিচার চলবে।
দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এ বিষয় নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করেন ঢাকা মহানগর দায়রা জজ মো.আছাদুজ্জামান।
গেজেটে বলা হয়, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আদালতের বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে যে, তারা গ্রেপ্তার ও বিচার এড়ানোর জন্য আত্মগোপনে রয়েছেন। সেহেতু তাদের আগামী ধার্য তারিখের (৬ ফেব্রুয়ারি) মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পাদন করা হবে।