চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের ন্যার্য আদায়ে এমডি’র কার্যালয় ঘেরাও
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্মচারীদের দীর্ঘ দিন যাবত ন্যর্য দাবী আদায়ে আন্দোলন ও সংগ্রাম করে আসছে। এই আন্দোলন সংগ্রামে কর্তৃপক্ষ কোন প্রকার উদ্যোগ না নেওয়ায় বুধবার সকালে ওয়াসা কার্যালয়ে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের পেনশন চালু, মাস্টার রোল নিয়মিত কর, যোগ্যদের পদন্নোতি প্রদানের দাবীতে এমডি’র কার্যালয় ঘেরাও করেন।
সে সময় বক্তাগণ বলেন, আগামী এক মাসের মধ্য তাদের প্রকৃত দাবী বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজান, সহ-সভাপতি মীর লোকমান, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, দপ্তর সম্পাদক অরুন ঘোষ, আপ্যায়ন সম্পাদক ফজলুল কাদের, ক্রীড়া সম্পাদক মাহবুব, আনোয়ার, মহরম, ফরহাদ রেজোয়ান, জাকারিয়া, কামরুল, শহিদুল ইসলাম খান, শিবাঙ্করসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসএ/