নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলির শিকার হন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭এনওয়াই প্রতিবেদনে বলা হয়, ৩৬ বছর বয়সী নিহত মোদাসসের খন্দকার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানন্দরে কাজ করতেন। এক অস্ত্রধারীকে গাড়ি ছিনতাইয়ের সময় বাধা দিলে মোদাসসের খন্দকারকে লক্ষ্য করে গুলি চালায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে পুলিশ। পরে আহত অবস্থায় তাকে জামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীকে আটকের দাবি জানিয়েছেন প্রবাসীরা। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সেখানকার বাসিন্দা মোহাম্মদ কাওয়ার গণমাধ্যমকে বলেন, ওই এলাকায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার গোলাগুলির শব্দ শোনা গেছে। আজ আমি যখন এখানে গাড়ি থামিয়েছি নিউইয়র্ক পুলিশ এসে জিজ্ঞাসা করলেন, আমি কোনো গুলির শব্দ শুনেছি কি না। আমি বললাম শুনেছি। এই এলাকায় এটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। আর এই বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত।

ওআ/