জলঢাকায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা রোপণ কার্যক্রম চালু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৪ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৩

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা এলাকায় আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো মৌসুমে ধানের চারা রোপণ করছেন কৃষকরা।
এ যন্ত্রের সাহায্যে সম-গভীরতায় এবং সম-দূরত্বে ও অল্প শ্রমে ধানের চারা রোপন হচ্ছে। গতকাল খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারায় সরেজমিনে দেখা যায়, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। এ মেশিনের ব্যবহার বাড়াতে এবং কৃষকদের উৎসাহিত করতে রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।
রাইস ট্রান্সপ্লান্টারের বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন এই পদ্ধতিতে কম খরচের পাশাপাশি এক দিকে ফলন বাড়বে এবং সময় লাগবে কম। ১ লিটার তেল দিয়ে ১ ঘন্টায় ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করা যায়।
এ প্রযুক্তিটি কৃষকরা ব্যবহার করলে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক উপকৃত হবে।তবে যেই এলাকায় শ্রমিকের অভাব রয়েছে সেই এলাকায় এ প্রযুক্তিটি ব্যবহার করলে কৃষকেরা লাবোবান হবেন।
উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ বলেন এ বছর উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ১ শত ৭৫ বিঘা বোরো ধান রোপন করা হয়েছে। যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ধান রোপনে খরচ কম হবে।কৃষক লাভবান হবেন।
আরএক্স/