মাতুয়াইলে ভূষির মিলের আগুন নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মাতুয়াইলে ভূষির মিলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের ভূষির মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে ওই মিলে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের একটি ভূষির মিলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ওআ/