কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেইটের ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি প্রবাসী নুরুল আজিম (২৬) ও দেলোয়ার হোসেন সাঈদী (২১)।
ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঈদগাঁও কলেজের গেইটে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
তিনি আরও বলেন, পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ইনানীতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে নৌবাহিনীর চিকিৎসা সেবা

খাগড়াছড়িতে সেনাবাহিনী ২০৩ রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা

শশুর বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ সদস্য গ্রেফতার
