আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলন ও
মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর উল্লেখযোগ্য
সক্রিয় অংশগ্রহণ ছিল।
বৃহস্পতিবার
(১০ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪২তম জাতীয়
সমাবেশ-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী
এসব কথা বলেন। এ
উপলক্ষে তিনি বাহিনীর সকল
পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যকে আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী
আশা করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের
চেতনায় উজ্জীবিত হয়ে বাহিনীর সুনাম,
ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ
রেখে দেশ ও জাতির
শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক আর্থসামাজিক
উন্নয়নে আরও অবদান রেখে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের