দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ তানভীরকে সংবর্ধনা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:৫৭ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩


দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ তানভীরকে সংবর্ধনা
দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ তানভীরকে সংবর্ধনা

মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে তাকে সংবর্ধনা দেয়া হয়।  


বসুরহাট আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মেস্তফা সুফির সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল আলম ভূইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান প্রমুখ।


মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৮ দেশের ১২০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।  এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন তৃতীয় স্থান অর্জন করেন। এর আগে হাফেজ তানভীর হোসাইন সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।


হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের আবদুল মতিন মিয়ার বাড়ির শেখ ইলিয়াস মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদরাসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।