খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো বসন্ত বরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গুইমারা শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় এ উৎসবের আয়োজন করে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বসন্ত বরণ ও পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন। দিনব্যাপী উৎসবে শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণার মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়াও ছিল নাচ, গান, কৌতুক, আবৃত্তি সহ নানা আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা ও তার সহধর্মিনী, জোন উপ-অধিনায়ক মেজর মো: ফয়সাল আহমেদ, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
আরএক্স/