মোল্লাহাটে মাদকসহ গ্রেফতার ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫১ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ দুইজন চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতরা হলো মোল্লাহাট উপজেলার দক্ষিন আমবাড়ী গ্রামের শাহিদুল মোল্লা (৪২) ও একই উপজেলার কোদালিয়া গ্রামের তরিকুল ইসলাম(৩৬)।
এদের নিকট থেকে পৃথকভাবে ২৫ পিচ ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জানান, সেমাবার রাত থেকে গত ২৪ ঘন্টার অভিযানে পৃথকভাবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উপজেলার আটজুড়ি এলাকায় ভ্রাম্যমানভাবে মাদক দ্রব্য বেচা-কেনা করছে এ মন গোপন খবরের ভিত্তিতে থানার টহলে থাকা পুলিশ দল তাদের গ্রেফতার করে। এ ঘটনায় মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিযন্ত্রন আইনে পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।