মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আবদুল্লাহ শামীমের দাফন সম্পুর্ন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫


মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আবদুল্লাহ শামীমের দাফন সম্পুর্ন
নিহত শামীম। ছবি: প্রতিনিধি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তর ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীম (১৩) র দাফন সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯ টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখিপুরের ডিএমখালী চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


নিহত শামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের বাসিন্দা মৃত-আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলেন। 


সোমবার (২২ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তর পর তাকে ঢাকায় বার্নইউনিটে চিকিৎসার জন্য নেয়া হলে রাত সাড়ে ১০ টার সময় ডাক্তার শামীমকে মৃত ঘোষনা করেন। 


পরিবার সুত্রে জানা যায়, তারা ২ ভাই ৩ বোন ও মাকে নিয়ে ঢাকায় উত্তরা দিয়াবাড়িতে তাদের নিজ বাড়িতে থাকত। তার বাবা সৌদী আরবে একজন ফল ব্যবসায়ী ছিলেন। গত ৭ মাস আগেই তার বাবাও মারা যান। গতকাল বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তর ঘটনায় নিহত আব্দুল্লাহ ছামীমকে খুঁজাখুজি করে ঢাকা বার্নইউনিটে পাওয়া যায়। এ ঘটনায় তার পরিবারে বইছে শোকের ছায়া।


আবদুল্লাহর মামা সাইফুল ইসলাম বলেন, আমার ভাইগ্নাকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে এভাবে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। আমাদের সবচেয়ে আদরের ভাইগ্নাকে হারালাম।


এসডি/