ইবিতে ৭ দিনব্যাপী বইমেলা শুরু


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


ইবিতে ৭ দিনব্যাপী বইমেলা শুরু
৭ দিনব্যাপী বইমেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। ক্যাম্পাসের অনুষদভবন সংলগ্ন আমবাগানে এ মেলার আয়োজন করা হয়েছে। 


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মেলার  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড.  শেখ আবদুস সালাম। 


এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বইমেলা উদযাপন কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ, সদস্য-সচিব ও এস্টেট অফিসের প্রধান মোঃ শামছুল ইসলাম জোহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময়, উপাচার্যের নেতৃত্বে স্টল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সরেজমিনে দেখা যায়, মেলায় বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এর মোট ৫০টি স্টল দিয়েছে। জানা যায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্টল খোলা থাকবে এবং আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।


আরএক্স/