চুনারুঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে ৬৬ হাজার টাকা জরিমানা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩


চুনারুঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে ৬৬ হাজার টাকা জরিমানা
জরিমানা দেওয়ার সময়

হবিগঞ্জের চুনারুঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের পৃথক অভিযানে পঁচাবাসী ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে রেস্তোরাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে মাসুম বিল্লাহ ও মোস্তাক হোটেলকে বেশি দাম রাখা ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 


অন্যদিকে চুনারুঘাট বাজারে মুল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স জননী ভান্ডারকে ৩ হাজার ও দোহা স্টোরকে ৩ হাজারসহ ৬ হাজার টাকা জরিমানা করে। এই অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।


আরএক্স/