বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩


বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

বরিশালের উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 


নিহত ব্যক্তির নাম কামাল হোসেন সিকদার (৩৮)। তিনি শরীয়তপুর সদর উপজেলার কালাই গ্রামের বোরহান শিকদারের ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উজিরপুর এলাকার মুন্ডু পাশায় এ ঘটনা ঘটে।


উজিরপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের প্রিয়া এন্টারপ্রাইজ শিকারপুরের মুন্ডপাশা এলাকা অতিক্রমকালে সাইডে থাকা ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ সময় প্রিয়া এন্টারপ্রাইজ সাকুরা পরিবহনের সাথে ধাক্কালেগে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে যাত্রী কামাল হোসেন সিকদার নিহত হয়। এ সময় আরো ১০ জন গুরুতর আহত হয়।


পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ তাদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।