স্ত্রীর সাথে পরকীয়া টের পওয়ায় ছোট ভাইকে খুন, বড় ভাইয়ের ফাঁসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পরকীয়ার জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাইকে হত্যার অপরাধ প্রমানিত হওয়ায় বড় ভাই তানজির আহম্মেদকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন ।
মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ছোট ভাই সাগর সরকারের স্ত্রীর সাথে বড় ভাই তানজির আহম্মেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনা টের পেয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক।
এরইমধ্যে ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে তানজির আহম্মেদ তার ছোট ভাই সাগর আহম্মেদকে পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের নির্জন স্থানে ডেকে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ একটি পরিত্যাক্ত স্থানে ফেলে দেয়।
পরদিন স্থানীয় লোকজন লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমানের পর এই রায় প্রদান করে আদালত।
এসএ/