চট্টগ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে হাসপাতালে ৮


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩


চট্টগ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে হাসপাতালে ৮
সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দুটি দেয়াল ধসে গেছে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী-শিশুসহ আটজন আহত হয়েছে।   বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 


এর আগে একই দিন বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় ওই বাড়িতে এ ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে ধারণা, গ্যাসলাইনে লিকেজের কারণে সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে। যদিও প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আহতরা হলেন, ৬০ বছর বয়সী মামুনা আক্তার, ৩৫ বছর বয়সী ডলি আক্তার, ১৮ বছর বয়সী জোছনা আক্তার, ১০ বছর বয়সী মহিম, ৫০ বছর বয়সী নূরনাহার খাতুন, ১৬ বছর বয়সী রীনা আক্তার, ১৭ বছর বয়সী হৃদয় ও ১০ বছর বয়সী লাবণী। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, বলিরহাটের মকবুল হাজীর বাড়ি এলাকায় একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে ওই ঘর ও পাশের আরেকটি ঘরের দুটি দেয়াল ধসে গেছে। এতে ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷


তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে ওই ঘরের সেপটিক ট্যাংকে অতিরিক্ত গ্যাস জমেছিল।


জেবি/এসবি