আদিয়ামান থেকে হাতায়া যাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৬ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩
আদিয়ামান শহরের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে তুরস্কে নিয়োজিত বাংলাদেশের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম বা সম্মিলিত উদ্ধারকারী দলের সদস্যগণ পার্শ্ববর্তী হাতায়া প্রদেশে যাচ্ছেন। সেখানে তারা অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালা করবেন।
বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারি) ১০টায় হাতায়ার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ টিম। আদিয়ামান সিটি থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত হাতায়া প্রদেশ। সেখানে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের উদ্ধারকাজ পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
সম্মিলিত উদ্ধারকারী দলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সদস্যরাও হাতায়া যাচ্ছেন। ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের মিডিয়া কো-অর্ডিনেটর উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) আকষ্মিক এক পরিদর্শনে ওসমান তুরিন বাংলাদেশি উদ্ধারকর্মীদের সাথে তাদের ক্যাম্পে দেখা করেন, উদ্ধারকর্মী সকলের খোঁজ-খবর নেন এবং বাংলাদেশের উদ্ধারকাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি একই সাথে তুর্কি সরকার ও নাগরিকদের পক্ষ হতে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ উদ্ধারকারী দলের উদ্ধারকাজে গভীর সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক এই রাষ্ট্রদূত বর্তমানে আদিয়ামান শহরের পুনর্বাসন ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
তুরস্কে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার উপপরিচালক জনাব দিনমনি শর্মা এবং মিডিয়া কো-অর্ডিনেটর উপসহকারী পরিচালক জনাব ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ উদ্ধারকারী দল কর্তৃক মোট উদ্ধার ২৪ জন। জীবিত উদ্ধার-১ জন, মৃতদেহ উদ্ধার ২৩ জন।