টানা ৫ দিনের ছুটির সুযোগ, কীভাবে মিলতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ৩রা আগস্ট ২০২৫

আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এই ছুটির সুবিধা নিতে হলে অফিস থেকে দুই দিনের ছুটি ম্যানেজ করতে হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট (সোমবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরই ধারাবাহিকতায় কেউ যদি ৬ ও ৭ আগস্ট (মঙ্গলবার ও বুধবার) ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারেন, তাহলে নিয়মিত সাপ্তাহিক ছুটি ৯ ও ১০ আগস্ট (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি কাটানো সম্ভব হবে।
এর আগে, চলতি বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করবে এবং দিনটিতে সাধারণ ছুটি থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, “১৯৭৪ সালের ৩ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে ইতিহাসে স্থান পায়। সেই ঐতিহাসিক দিবসটির স্মরণে প্রতিবছর সাধারণ ছুটি পালিত হবে।”
ছুটির এই সম্ভাবনা সামনে রেখে অনেকে এরই মধ্যে ভ্রমণ ও পারিবারিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
আরএক্স/