মৌলভীবাজারে জেলা প্রশাসনের কৃষি ঋণ মেলা শুরু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৯ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩


মৌলভীবাজারে জেলা প্রশাসনের কৃষি ঋণ মেলা শুরু
মৌলভীবাজারে জেলা প্রশাসনের কৃষি ঋণ মেলা শুরু

মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটেরিয়াম প্রাঙ্গনে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপি কৃষি ঋণ মেলা শুরু হয়েছে।


অনুষ্ঠানে শারমিন সুলতানার সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,পৌর মেয়র ফজলুর রহমান,মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তর সামছুদ্দিন আহমদ, রুপালী ব্যাংকের  ডিজিএম জয়া চৌধুরী, ডিজিএম সোনালী ব্যাংক দুলন কান্তি চত্রুবত্তী, এজিএম (এরিয়া ইনচার্জ) জনতা ব্যাংক লি. সভাপতি ব্যাংক অফিসার এসোসিয়েশন মো. আব্দুল হামিদ ,বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (দায়িত্ব) মমিনুল ইসলাম প্রমুখ।


পরে মেলায় বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিরা। দিনব্যাপি এই কৃষি মেলায় এবার ৪২ টি ষ্টল বিভিন্ন ব্যাংক অংশ নেয়। প্রধান অতিথি কৃষকদের হাতে কৃষি ঋণের চেক তুলে দেন।