অগ্নিভীতি দূর করতে বই মেলায় ফায়ার সার্ভিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩


অগ্নিভীতি দূর করতে বই মেলায় ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের স্টল

অমর একুশে গ্রন্থমেলার অগ্নিনিরাপত্তায় নিয়োজিত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বইমেলার শুরু থেকে অস্থায়ী ফায়ার স্টেশন নির্মাণ করে তাতে অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ প্রয়োজনীয় জনবল নিয়োজিত রাখা হয়েছে।


যেকোনো পরিস্থিতিতে সাথে সাথে যেন ফায়ার সার্ভিস রেসপন্স করতে পারে সেজন্য প্রতিবছরের ন্যায় এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিনের নির্দেশনা অনুযায়ী অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি অংশে ২টি ইউনিটসহ ২৪ জন জনবল এবং সোহরাওয়ার্দী অংশেও ২টি ইউনিটসহ ২৪ জন জনবল পালাক্রমে দায়িত্বে নিয়োজিত আছেন। দুজন কর্মকর্তার তত্ত্বাবধানে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।


নিরাপত্তা দেখভালের পাশাপাশি তারা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন লিফলেট বিতরণ করে থাকেন। অস্থায়ী ফায়ার স্টেশনের ফোন নম্বর হলো : ০১৯৬৮৮৮০১২০। এছাড়া ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১৬১৬৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ০২২২৩৩৫৫৫৫৫ নম্বরের যেকোনোটিতে ফোন করে বইমেলায় অগ্নিনিরাপত্তা সেবা নেওয়া যাবে।


ছোটদের অগ্নিভীতি দূর করতে এবং অগ্নিনির্বাপণে উৎসাহী করতে বইমেলার ফায়ার সার্ভিসের স্টলে রাখা হয়েছে অগ্নিনির্বাপণের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ফায়ার সিমুলেশন গেম। এছাড়া ছোটদের জন্য ফায়ার সার্ভিসের বইমেলার স্টলে রয়েছে অগ্নি নিরাপত্তামূলক বই।


এ বইগুলো হলো: আগুন থেকে সাবধান,ভূমিকম্প ব্যবস্থাপনা,বেসিক ফার্স্ট এইড,বজ্রপাতে নিরাপত্তা ইত্যাদি।


গ্রন্থমেলায় ফায়ার সার্ভিসের স্টলে রয়েছে অগ্নিনিরাপত্তা বিষয়ক বড়দের বইও। যেসব বই পাওয়া যাবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: স্টাডি গাইড অব ফায়ার রেসকিউ অ্যান্ড হেলথ সেফটি; হ্যাজমেট রেসপন্স গাইড,ফায়ার সেফটি গাইড, জাহাজের আগুন,সার্চ অ্যান্ড রেসকিউ, ভলান্টিয়া প্রশিক্ষণ মডিউল,ল্যান্ডস্লাইড রেসপন্স, স্ট্রাকচারাল ফায়ারফাইটিং,গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণ মডিউল ইত্যাদি। সাশ্রয়ী মূল্যে যে কেউ এই বইগুলো কিনতে পারবেন।


আরএক্স/