ভারতের দুটি অফিস বন্ধ করে দিল টুইটার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩


ভারতের দুটি অফিস বন্ধ করে দিল টুইটার
ভারতের দুটি অফিস বন্ধ করে দিল টুইটার

ভারতের তিনটি কার্যালয়ের মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এই দুই কার্যালয়ের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। 


প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্কের ব্যয় সংকোচন নীতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


এনডিটিভির খবরে বলা হয়েছে, নয়াদিল্লি এবং মুম্বাইয়ের কার্যালয় দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে এখন কেবল প্রযুক্তির রাজধানীখ্যাত বেঙ্গালুরুতে কার্যালয় চালিয়ে যাচ্ছে টুইটার। এই শাখায় বেশিরভাগ প্রকৌশলী কাজ করেন।


গত বছরের শেষ দিকে ভারতে দুই শতাধিক কর্মীকে বরখাস্ত করেন ইলন মাস্ক। মানে, ভারতে টুইটারের ৯০ শতাংশ কর্মী ছাঁটাই হন সে সময়।


ইলন মাস্ক ২০২৩ সালের মধ্যে টুইটারকে আর্থিকভাবে স্থিতিশীল করার চেষ্টায় আছেন। এ লক্ষ্যে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করছেন তিনি। অনেক জায়গায় কার্যালয় বন্ধ করে দিয়েছেন মাস্ক।


টুইটার বিগত বছরগুলোয় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক ফোরামে পরিণত হয়েছে। উত্তপ্ত রাজনৈতিক বক্তৃতা এই প্ল্যাটফর্মে প্রায়ই দেখা যায়। টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৮৬.৫ মিলিয়ন অনুসরণকারী। তবুও ভারতে মাস্কের কোম্পানির রাজস্ব উল্লেখযোগ্য নয়।