ব্রয়লার মাংসের কেজি ৩০০ টাকা পেরিয়ে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০২ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


ব্রয়লার মাংসের কেজি ৩০০ টাকা পেরিয়ে
মুরগির দোকানে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা, অপেক্ষায় ক্রেতারা। ছবিটি দিনাজপুরের খানসামা বাজার থেকে তোলা

ব্রয়লার মুরগির মাংস তিনশত ছুঁয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনাজপুরের খানসামার বিভিন্ন বাজারে এ মুরগি মাংসের ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। কয়েকদিন আগেও যা ২৮০ থেকে ২৯০ টাকা করে বিক্রি হয়। কয়েকদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।


খানসামার পাকেরহাট, চৌরঙ্গী, আমতলী, কাঁচিনিয়া, রামকলা, খানসামা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দ্রব্যমূল্যের এমন চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বেশি দামে পণ্য কেনায় তাঁদেরও দাম না বাড়িয়ে উপায় থাকছে না। আর ভোক্তাদের অভিযোগ, দাম এভাবে বাড়তে থাকলে আসন্ন রমজানে গিয়ে তা তাঁদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।


ব্রয়লার মুরগি অন্যান্য মাংসের চেয়ে অনেকটাই সস্তা। এ জন্য নিম্ন ও স্বল্প আয়ের মানুষের মাংসের চাহিদা মেটানোর প্রধান ভরসা এই মুরগি। গত বছর ব্রয়লার মুরগি ও ডিমের দামে একধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।


ব্রয়লার মাংসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। তবে স্বস্তিতে আছে সবজির দাম।


বিক্রেতা আব্দুর রবের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে ব্রয়লার মুরগির মাংস ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। কয়েকদিন আগে যা ১৮০ থেকে ১৯০ টাকা করে বিক্রি হয়। গোটা ব্রয়লার মুরগি 


বাজার করতে আসা সুমন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাড়তি পরিবহন খরচ, পশুখাদ্যের মূল্যবৃদ্ধিসহ বাজারে জোগানের ঘাটতি দেখিয়ে দিন দিন প্রতিটি জিনিসপত্রের দাম বাড়িয়েই চলেছে ব্যবসায়ীরা।


মাংস কিনতে আসা হালিম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো জিনিসের দাম কমেনি, বরং প্রতি সপ্তাহে বাজারে গিয়ে কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি দেখতে পাচ্ছি।’