ছাত্রদলের সাবেক সভাপতি মনির মারা গেছেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩

না ফেরার দেশে পাড়ি জমালেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন (৫৮)।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন মনির হোসেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নিজ গ্রামের ঈদগাহ ময়দানে বাদ আসর মনির হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জেবি/এসবি