দেশে আসছে ১০০ টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩


দেশে আসছে ১০০ টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস
ছবি: সংগৃহীত

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 


সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। 


এছাড়াও ভারতীয় ঋণ সহায়তা চুক্তি (LOC) এর আওতায় বিআরটিসি’র জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয় এবং এ বছরের মধ্যেই ঢাকা ও চট্রগ্রাম মহানগরীর জন্য প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক বাস সরবরাহ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে বলে মন্ত্রী জানান। 


পরে মন্ত্রী সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত Heru Hartanto Subolo এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।