Logo

কুতুবদিয়ায় লাখো ভক্তের আগমনে মালেক শাহের বার্ষিক ওরশ সম্পন্ন

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১৫:৪৮
78Shares
কুতুবদিয়ায় লাখো ভক্তের আগমনে মালেক শাহের বার্ষিক ওরশ সম্পন্ন
ছবি: সংগৃহীত

কুতুবদিয়ায় উপমহাদেশের প্রখ্যাত সাধক শাহ হযরত আব্দুল মালেক আল কুতুবী (রহ) এর ২৩তম বার্ষিক ওফাৎ উপলক্ষে ২ দিনব্যাপি ফাতিহা ও ওরশ কুতুব শরীফ দরবারে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

কুতুবদিয়ায় উপমহাদেশের প্রখ্যাত সাধক শাহ হযরত আব্দুল মালেক আল কুতুবী (রহ) এর ২৩তম বার্ষিক ওফাৎ উপলক্ষে ২ দিনব্যাপি ফাতিহা ও ওরশ কুতুব শরীফ দরবারে সম্পন্ন হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান দিবস হলেও ১৮ ফেব্রুয়ারিও ভক্তদের আগমন ছিল অগণিত। লাখ লাখ ভক্ত মুরিদান হাজির হয়েছিল কুতুব শরীফ দরবারে। একই সাথে ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামাগণ বয়ান করেন ভক্তদের উদ্দেশ্যে। দুই দিনব্যাপি আয়োজনে ছিল কুরআন প্রতিযোগিতা। এতে শতাধিক হেফ্জ ,ক্বারী প্রতিযোগিতায় অংশ নেয়।

বিজ্ঞাপন

প্রতিবছর কুতুব শরীফ দরবারে বার্ষিক ফাতিহা ও ওরশ উপলক্ষে লাখ লাখ মুরিদ হাজির হন। নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে বিশেষ পারাপার ও লঞ্চ সার্ভিস চালু করা হয়। দরবার জেটিঘাট ও মগনামা ঘাটে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। উপজেলা প্রশাসন নিরাপত্তা বজায়ে সার্বিক সহযোগিতা করেন। পুলিশ প্রশাসনও ছিল বেশ তৎপর। নিরাপত্তার স্বার্থে ওরশ উপলক্ষে ৩ দিন মহিলাদের আগমন নিষিদ্ধ করা হয়। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় পর্যবেক্ষণ করা হয়।

বিজ্ঞাপন

কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বাবাজান কেবলার বার্ষিক ফাতিহা ও ওরশ অত্যান্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত মুরিদানদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ যানবাহন, পারাপার সহ সার্বিক ব্যবস্থা ছিল। স্থানীয় প্রশাসন বার্ষিক ওরশ উপলক্ষে সহযোগিতা করায় তিনি কৃতজ্ঞতা জানান।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD