বইমেলায় ডিএমপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৯ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩
বইমেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ ব্লাড ব্যাংক’ কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রে প্রতিদিনই মেলায় আগত দর্শনার্থীরা স্বেচ্ছায় রক্তদান করছেন।
জানা যায়, এখান থেকে সংগৃহীত রক্ত প্রতিদিনই বিভিন্ন অসহায় রোগীদের সেবায় বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রে কর্মরত এক পুলিশ সদস্য জানান, আজ ২০ ব্যাগ রক্ত নেওয়া হয়েছে। গতকাল হয়েছিল ২৬ ব্যাগ, তার আগেরদিন শুক্রবারে হয়েছিল ৫০ ব্যাগ। প্রতিদিনই গড়ে ২০-২৫ ব্যাগ রক্ত দেন আগত দর্শনার্থীরা। এসব রক্ত মানবতার সেবায় কাজে লাগানো হচ্ছে। এখান থেকে সংগৃহীত রক্ত চলে যাবে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।