গুলশানে অগ্নিকাণ্ড: ভবনটিতে এখনও চলছে তল্লাশি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৫ পিএম, ২০শে ফেব্রুয়ারি ২০২৩

গতকাল রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও গুলশানের ভবনটি থেকে আজ ভোরেও ধোঁয়া বের হয়েছে। ভবনটিতে বর্তমানে তল্লাশি চলছে। স্থানীয় ফায়ার স্টেশনের কর্মকর্তা, গুলশান পুলিশ ও ভবন মালিক ভবনটির ভেতরে প্রবেশ করেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গুলশান-২ এর ১০৪ নং সড়কের ২/এ ভবনের সামনে গিয়ে দেখা যায়, সেখানে এখনও উৎসুক জনতার ভিড়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে কোনো মরদেহ রয়েছে কি না, কোথাও আগুনের কুণ্ডলী কিংবা এখনও ধোঁয়া উড়ছে কি না তা দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, ভবনটির সিঁড়ির পাশেই ঘটনা ঘটেছিল। বের হওয়াতে ঝুঁকি থাকার কারণে অনেকেই আটকা পড়েন। অত্যন্ত ঝুঁকি নিয়ে আগুন নির্বাপণসহ অনেক লোক উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি বলেন, তদন্ত কমিটির পক্ষ থেকে একটু পর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি অব্যাহত রেখেছেন।
ফায়ার সার্ভিসের পক্ষে থেকে জানানো হয়, দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন।
এ আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার। নিহত আনোয়ারের ছোট ভাই জুলহাস হোসেন বলেন, আগুন লাগার পর আমার ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। পরে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। তিনি ওই ভবনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।