জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৩ পিএম, ২০শে ফেব্রুয়ারি ২০২৩

সারাদেশে জাতীয়ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনে দেশের ৬-১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাক। তাদের লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। ৬-৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী সারাদেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রসহ নিকটস্থ ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে। দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সকল ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।
তিনি আরও বলেন,দেশবাসী সকলের কাছে আমার আবেদন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে।
জেবি/এসবি