যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৩


যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


যাত্রাবাড়ী থানার পুলিশের এসআই তোরগুল হাসান সোহাগ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।’


তিনি বলেন, অজ্ঞাত দুষ্কৃতকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে আমরা ধারণা করছি। তার সঙ্গে কারো কোনো ধরনের শত্রুতা ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।