বিএনপি একুশের চেতনাকে ধ্বংস করেছিলো: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিশ্বস্ত ঠিকানা। দলটিকে ‘অগ্নিসন্ত্রাসী’ উল্লেখ করে রুখে দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একুশ আর একাত্তরের চেতনা একই। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক বিএনপি। এই অগ্নিসন্ত্রাসীদের রুখতে হবে। আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।’
আওয়ামী লীগ এক দলীয় শাসন কায়েম করে একুশের চেতনাকে ধ্বংস করেছে বলে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ১৯৭৫-এ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে যে দল গঠন করা হয়েছে, সেটি একদল নয়। সেটি জাতীয় দল।’
‘বিএনপিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধুর কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। যেই দলে তাদের চেয়ারম্যান যোগ দিয়েছেন, সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই।’