বেড়ায় শিশু-কিশোরদের অন্যরকম শহীদ মিনার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাবনার বেড়া পৌরসভার ৯নং ওয়ার্ড শেখপাড়া মল্লার শিশু-কিশোরেরা লোহার রড, বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরি করে অন্যরকম শহীদ মিনার। একুশে ফেব্রয়ারি ঘিরে আমাদের পরবর্তী প্রজন্মের আগ্রহের কমতি নেই। স্কুল ও পাড়া-মহল্লায় (২০ ফেব্রয়ারি) সন্ধ্যা থেকে তাদের অস্থায়ী শহীদ মিনার বানানোর প্রস্তুতি শুরু হয়ে যায়।
রাত ১২টা থেকে মাইকে দেশের গান বাজিয়ে,অনুভূতির শহীদ মিনারে ফুল দিতে হবে। সেজন্যই যত আয়োজন তাদের। ৫২র ভাষা আন্দোলন বাঙালি জাতীর জীবনে এক অসীম প্রাপ্তির দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালি জাতি পেয়েছি মাতৃভাষার অধিকার। একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে পড়ছে।
বাংলা ভাষার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তাদের এমন কর্মকান্ডে। শুধু ছেলে মেয়েরা নয় সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছনে অভিভাবকরাও।
উপজেলার একাধিক ইউনিয়নে এমন ব্যতিক্রমী শহীদ মিনার তৈরি করছে শিশু কিশোররা। এক কিশোর বলেন,আমরা এ শহীদ মিনার তৈরি করছি,কারণ আমরা ছোট মানুষ আমরা ঐই দূরের শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পাড়ি না। গাছ থেকে ফুল তুলে আমরা নিজেরা শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমরা মনে করি উপজেলার মধ্যে আমাদের টা সেরা হয়েছে। যদি উপজেলা থেকে পুরস্কার দেওয়া হয় প্রথম পুরস্কার আমরা পাবো। সারা দেশে ছড়িয়ে পড়ুক এমনটি প্রত্যাশা করি। শিশু-কিশোরদের একুশের মূল চেতনায় উজ্জীবিত করতে এমন শহীদ মিনার তৈরির প্রতিযোগীতা আয়োজন করা দাবি জানাই।
এ বিষয় কলাম লেখক শিক্ষক অলোক আচার্য দৈনিক জনবাণী’কে বলেন,শিশু কিশোর মহান ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার মাধ্যমে ভাষার প্রতি মমতা গড়ে উঠবে। ওরাই একদিন বাংলা ভাষার চর্চার মাধ্যমে বিশ্বের বুকে আরোও শক্তিশালী করবে।