ঘোড়াঘাটে ভিজিডির চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে খাওয়ার অনুপযোগী ভিপিডির চাল ফেরত দিয়েছেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। উপজেলার ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান ২০২২-২৩ অর্থ বছরের জানুয়ারী মাসের সিংড়া ইউনিয়নের জন্য মোট ৭৯০ বস্তা (৩০ কেজি) চালের ডিও লেটার পান। যা উপজেলার হরিপাড়া খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়।
বরাদ্দকৃত চাল পুষ্টি মেশানোর জন্য গত ১৭ ফেব্রয়ারী হরিপাড়া খাদ্য গুদাম থেকে সরবরাহকারী ঠিকাদার দিনাজপুর পুলহাট কাঞ্চান অটো মিলে নিয়ে যান।
মঙ্গলবার (২১ ফেব্রয়ারি) পুষ্টি মেশানো চাল ট্রাকযোগে ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়নে নিয়ে আসেন। ইউপি চেয়ারম্যান চাল বুঝে নেয়ার সময় দেখেন, সরবরাহকৃত চাল খাওয়ার অনুপযোগী।
বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমকে অবগত করলে নির্বাহী অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে চাল ফেরত দেয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও নির্বাহী অফিসারের সাথে মুঠো ফোনে কথা হলে উভয় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খাওয়ার অনুপযোগী চালগুলো মঙ্গলবার ফেরত দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে হরিপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা ফজিলা বেগমের সাথে একাধিকবার ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা জানিয়েছেন, উক্ত হরিপাড়া খাদ্যগুদামে অধিকাংশ খাওয়ার অনুপযোগী চাল সংরক্ষিত রয়েছে। যা সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ
