মাদক সম্রাট পিচ্চি মনির গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে মাদক ব্যবসার অন্যতম গডফাদার আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবাসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র্যাব-২ এর একটি দল রাজধানীর হাজারীবাগ থানার মধুবাজারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পিচ্চি মনির (৩৩) ও তার সহযোগী মো. জুবায়ের হোসেনকে (৩৩) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনির মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।”
র্যাব জানায়, গ্রেফতার পিচ্চি মনিরের পরিবার ১৯৯৫ সালে ঢাকায় আসে। তারা লালবাগ থানার শহীদনগর এলাকায় বসবাস শুরু করে। মনিরের বাবা ফলের ব্যবসা শুরু করেন। মনির তাকে সহযোগিতা করতেন। একসময় মনির এলাকার বখে যাওয়া ছেলেদের সঙ্গে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে বখাটেদের নিয়ে লালবাগ, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অপরাধ চক্র গড়ে তোলে। এই চক্রটি ব্যবহার করে তিনি মাদক ব্যবসা শুরু করে।
এসএ/