বিপর্যয়ের ৩ ঘণ্টা পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৬ এএম, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩

গ্রামীণফোনের নেটওয়ার্ক এখন স্বাভাবিক। বিপর্যয়ের ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে এই নেটওয়ার্ক।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ১টা ৫০ মিনিটে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তায় খননকাজ চলাকালীন অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কাটা যাওয়ার ফলে আমাদের কিছু সংখ্যক গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
নেটওয়ার্ক বিপর্যয়ের কারণ জানতে চেয়ে ইতোমধ্যে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এর আগে আজ সকাল ১১টার পর এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।