স্ত্রীর সাথে ঝগড়া, শিশু সন্তানের পেটে কাঁচি ঢুকিয়ে দিল বাবা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঠাকুরগাঁওয়ে আড়াই বছরের কন্যা জান্নাতুল ফেরদৌসকে হত্যার অভিযোগে বাবা জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
তিনি জানান, গত কয়েক মাস থেকে জাকির ও তার স্ত্রী বেলির মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিলো। মূলত পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে বিবাদের জেরেই জাকির হোসেন নিজের মেয়ে জান্নাতুল ফেরদৌসের পেটে কাঁচি ঢুকিয়ে দিলে তার মৃত্যু হয়। হত্যার পর জাকির বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
তিনি আরো জানান, রাতেই অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়েছে। হত্যার ঘটনা স্বীকার করেছে জাকির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ/