ভাইয়ের হাতে ভাই খুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভাইয়ের হাতে ভাই খুন

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে ছোট ভাই হাফেজ আহমেদকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই সাবেক সেনা সদস্য আবদুল মালেক। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকোটা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে হাফেজ আহমেদ (৬০) ও সাবেক সেনা সদস্য আবদুল মালেকের (৬৫) দীর্ঘ সময় ধরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিকবার সালিশ হয়। সালিশে হাফেজ আহমেদ এক শতক ভূমি বেশি পায়। এ বিষয়টি বড় ভাই আবদুল মালেক মেনে নিতে পারেনি। এ নিয়ে প্রায় সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে থাকতো।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় আবদুল মালেক বাড়ির পাশের মমতাজ মিয়া নামের এক ব্যক্তিকে দিয়ে হাফেজ আহমেদকে জাকিরের চা দোকানে ঢেকে নিয়ে যায়। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকানের মধ্যে থাকা একটি ছুরি নিয়ে প্রকাশ্যে হাফেজ আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে বড় ভাই আবদুল মালেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা হাফেজ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এসএ/