৬ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৩ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় কারোও মৃত্যু হয়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৯৬ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। ১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩১ শতাংশ। আর ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন।