ঊর্ধ্বমুখী বাজার, ভোগান্তিতে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম দুই ধাপ বেড়েছে। গত সপ্তাহের ব্যবধানে দুই দফা বেড়েছে সয়াবিনের দাম। গেল সপ্তাহে প্রতি লিটার তেলের দাম ছিলো ১শ ৬০ টাকা। এ সপ্তাহে সেই তেল বিক্রি হচ্ছে ১শ ৬৮থেকে ৭০ টাকায়। আর দাম না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল।
একজন ক্রেতা বলেন, “সপ্তাহে যদি দুবার দাম বাড়ে তাহলে ২০২২ সালেই এক হাজার টাকায় পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে হবে।“
চলছে ভরা শীত মৌসুম। ভরা শীতেও সবজির বাজারে স্বস্তি নেই। সব ধরণের সবজির দাম ঊর্ধ্বমুখী। প্রতিবছর এসময়ে শীত কালিন সবজিতে ভরপুর থাকে বাজার। তবে কয়েক দফা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। বেড়েছে পিয়াজ ও আলুর দাম। দুই দিনের ব্যবধানে দেশি পেয়াঁজের দাম কেজিতে ১০টাকা বেড়েছে। আর আলু কেজিতে বেড়েছে ৪ টাকা। তবে, আদা রসুনের দাম স্থিতিশীল। দোকানিরা জানান, সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী।
গত দশদিনের ব্যবধানে গরুর মাংশ কেজিতে বেড়েছে ৫০ টাকা। ৬শ টাকার গরুর মাংশ ৫০টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬শ ৫০ টাকায়। সব ধরনের মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। সরবরাহ কমেছে মাছেরও। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল।
সাধাণর মানুষ বলছেন নিত্য পণ্যের বাজার বৃদ্ধিতে মাথায় হাত তাদের। একজন ক্রেতা বলেন, যে লেবু ৩০ টাকা ছিলো তা আজ ৫০ টাকা, মটর শিম কাল ৭০ টাকা ছিল আজ ৯০ টাকা।
আরেকজন ক্রেতা বলেন, এই মৌসুমে কখনও ৫০ টাকা কেজি টমেটো থাকেনা, তবে এবারে তাই রয়েছে।
বাজারে কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন ক্রেতারা।
এসএ/