মালিবাগের মৌচাক টাওয়ারে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর মালিবাগের মৌচাক টাওয়ারের আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা লিমা খানম বলেন, আজ বেলা ১১টা ৩৭ মিনিটে আমরা রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।