মালিবাগের মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৯ পিএম, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর মালিবাগের মৌচাক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুপুর ১২টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা লিমা খানম।
তিনি জানান, রবিবার (২৬ ফেব্রুয়ারি) ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনিও বলে জানান তিনি।