মিঠামইনে রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৩ এএম, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


মিঠামইনে রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মেহমান হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিঠামইন সদরে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন তিনি। 


আর দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী। দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফর সঙ্গীদেরকে হাওরের বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। বিকালে মিঠামইন হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।

 

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য জানিয়েছেন।


এমপি তৌফিক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সফরের একদিন আগেই চলে আসবেন মহামান্য রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী প্রথমে মিঠামইন সদরে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। পরে রাষ্ট্রপতির আমন্ত্রণে তার পৈত্রিক বাড়ি মিঠামইন সদরের কামালপুর গ্রামে মেহমান হবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে হাওরের বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে। এমপি তৌফিক আরও জানান, ইতোমধ্যেই মিঠামইনে প্রধানমন্ত্রীর সফরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে হাওরবাসীর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। 


জানা গেছে, প্রধানমন্ত্রীর মিঠামইন সফরকে কেন্দ্র করে জেলার ১৩ উপজেলায় প্রস্তুতি সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। সবচেয়ে বেশি উৎসবের আমেজ বিরাজ করছে হাওরে। প্রতিদিন পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও আনন্দ মিছিল করছেন তারা। 


কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন জানান, তার নির্বাচনী এলাকা থেকে দলের ২০ হাজারেরও বেশি কর্মী-সমর্থক মিঠামইনে যাবে। তাদের জন্য বড় ৫০ টি নৌকাসহ বিভিন্ন যানবাহন ভাড়া করা হয়েছে। তাদের দুপুরের খাবারের জন্য খিচুরিরও ব্যবস্থা করা হয়েছে।


জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলের প্রতিটি স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রধানমন্ত্রীর সফর সফল করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।


উল্লেখ্য, এর আগে ১৯৯৮ সালের ৩ অক্টোবর মিঠামইনে প্রথমবার এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


আরএক্স/