গাইবান্ধার যমুনা নদীর চর এখন কৃষকদের সোনার স্বপ্ন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
গাইবান্ধা জেলার ফুলছড়ি,সাঘাটা,গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জের যমুনা নদীর চরে সোনার স্বপ্ন রচনা করতে শুরু করেছেন কৃষকেরা। চর গুলোতে এখন কৃষকেরা সোনা ফলায়।
গাইবান্ধায় যমুনা নদীর চরে সোনার স্বপ্ন রচনা করতে শুরু করেছেন কৃষকেরা। পলি জমির তূলনায় নদীর চর এলাকায় এখন বিভিন্ন ফসলের বাম্পার ফলন ফলাতে সক্ষম হয়েছেন চর এলাকার কৃষকরা। ইতিপূর্বে নদীর চর সিংহভাগই অনাবিদি পতিত ছিল।
এসব পতিত জমির কিছু অংশে খেরাজ, কাউন, বাদাম এবং মিষ্টি আলু চাষ হত। এসবের আশানুরুপ ফলনও হত না। কিন্তু বতর্মানে সেচ সুবিধা থাকায় পলি জমির তুলনায় নদীর চরে এখন সোনা ফলে। চরগুলোর দিকে তাকালে চোখে পড়ে যেন সবুজের সমারোহ।
যে কারণে অতীতের চাইতে বতর্মানে চর এলাকার কৃষকেরা লাভবান হচ্ছেন এবং ঘুরে দাঁড়িয়েছেন। বিশেষ করে ভূট্টা,আলু,বেগুন,মরিচ,টমেটো,শসা,করলা, গাজর,গম,মিষ্টি কুমড়া,বাদাম ও মিস্টি আলু চাষ করে তারা বাম্পার ফলন ফলিয়েছেন। তাই যমুনা নদীর চর এখন কৃষকদের সোনার স্বপ্ন। চর এলাকার কৃষক সূত্রে জানা যায়।
আরএক্স/