কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৪ এএম, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হয়।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রায় এক ঘণ্টা কাজ করে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের শুরুতে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।