বিকালে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকাল ৩টার দিকে হাসপাতালে নেওয়া হবে।’
এর আগে গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলন খালেদা জিয়া।