জেনে নিন ইফতার ও সেহরির সময়সূচি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
চাঁদ দেখা সাপেক্ষে এবারে পবিত্র রমজান আগামী ২৩ অথবা ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে। রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সেহরি ও ইফতারের সময়সূচি সংবাদমাধ্যমে প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৩৯ মিনিট এবং ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন। এমনটি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।