আবারও করোনা আক্রান্ত জুনাইদ আহমেদ পলক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


আবারও করোনা আক্রান্ত জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।


পলক লেখেছেন, মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।


তিনি আরও লেখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।