ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সোহরাব বালু-পাথরের ব্যবসা করতেন।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সবুজবাগের মানিকদিয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সবুজবাগ থানার এসআই মো. ফারুক হোসেন জানান, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, সোহরাব একজন বালু-পাথর ব্যবসায়ী ছিলেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।